গাজীপুর জেলার অন্তর্গত শ্রীপুর উপজেলাধীন, গাজীপুর ইউনিয়নের প্রাণ কেন্দ্রে গাজীপুর বাজারের দক্ষিন পার্শ্বে বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়ের মোট জমির পরিমাণ ৪০৬ শতাংশ। বিদ্যালয়ে একটি বড় খেলার মাঠ, ১৬টি শ্রেণী কক্ষ, একটি কম্পিউটার লেব, শিক্ষক মিলনায়তন, কমন রুম, প্রধান শিক্ষকের অফিস, লাইব্রেরী, বিজ্ঞানাগার বিদ্যমান। প্রথম স্বীকৃতির তারিখঃ ০১/০১/১৯৫৫ খ্রিঃ।
১৯৫৫ সালে ছাত্র/ছাত্রীদের শিক্ষালাভের জন্য এলাকার শিক্ষানুরাগী হিতৈষী ও গণ্যমান্য লোকদের সমন্নয়ে গাজীপুর গ্রামে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। সিদ্ধান্ত মোতাবেক গাজীপুর এলাকার শিক্ষানুরাগী ব্যক্তি জনাব আফছার উদ্দিন আহমেদ ১৯৫৫ সালে বর্তমানে গাজীপুর ইউনিয়নের প্রানকেন্দ্রে ও গাজীপুর বাজারের দক্ষিন পার্শ্বে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট | |
৬ষ্ঠ | ১০৩ | ৯৭ | ২০০ | |
৭ম | ১০৮ | ৬০ | ১৬৮ | |
৮ম | ১০৫ | ৬৫ | ১৭০ | |
৯ম | বিজ্ঞান | ১৮ | ০৬ | ২৪ |
মানবিক | ১৩ | ১৪ | ২৭ | |
বানিজ্য | ৪১ | ১৮ | ৫৯ | |
১০ম | বিজ্ঞান | ১১ | ০৩ | ১৪ |
মানবিক | ০১ | ১৩ | ১৪ | |
বানিজ্য | ৫৪ | ১৬ | ৭০ |
বিদ্যালয়ে বর্তমানে নিয়মিত ম্যানেজিং কমিটি বিদ্যমান। কমিটি গত ০৮/০৯/২০১০ তারিখ থেকে ০৭/০৯/২০১২ তারিখ পর্যন্ত মেয়াদে বোর্ড কর্তৃক ৩০/০৯/২০১০ তারিখে অনুমোদিত হয়।
ক্রঃ নং | নাম | কমিটিতে অবস্থান | শিক্ষাগত যোগ্যতা | পেশা |
০১ | মোঃ ইদ্দিছ আলী | সভাপতি | এস.এস.সি | ব্যবসা |
০২ | মোঃ আকরাম হোসেন | অভিভাবক সদস্য | এইচ.এস.সি | ইউপি চেয়ারম্যান |
০৩ | মোঃ নিজাম উদ্দিন | অভিভাবক সদস্য | বি.এস.সি | ব্যবসা |
০৪ | মোঃ রহমত আলী | অভিভাবক সদস্য | বি.এ | ব্যবসা |
০৫ | মোঃ আব্দুল খালেক | কো-অপট সদস্য | এস.এস.সি | কৃষি |
০৬ | সুলতানা ইসলাম | সংরক্ষিত মহিলা অভিভাবকসদস্য | এইচ.এস.সি | চাকুরী |
০৭ | মোঃ হুমায়ুন কবীর | শিক্ষক প্রতিনিধি | বি.এস.সি | শিক্ষকতা |
০৮ | মোঃ নূরুল ইসলাম | শিক্ষক প্রতিনিধি | বি.এস.সি | শিক্ষকতা |
০৯ | শামসুন্নাহার | শিক্ষক প্রতিনিধি | বি.এ | শিক্ষকতা |
১০ | এড. আফতাব উদ্দিন আহমেদ | দাতা সদস্য | বি.এ | ব্যবসা |
১১ | মোঃ মফিজ উদ্দিন | প্রধান শিক্ষক/ সম্পাদক | বি.এস.সি | শিক্ষকতা |
| ||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||
|
|
পাবলিক পরীক্ষায় ২০০৮ এ এ+ ধারী ছাত্র সংখ্যা ২ জন, ২০১০ এ এ+ ধারী ছাত্রের সংখ্যা ০৩জন, ২০১১ এ এ+ ধারী ছাত্রের সংখ্যা ০১জন
ভিশন ২০২১, বিদ্যালয়ের ভৌত অবকাঠামোর উন্নয়ন, শিক্ষার গুনগত মান বৃদ্ধি, শিক্ষক প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহন, শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধিকরন, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধিকরন।
গ্রামঃ + পোঃ গাজীপুর, উপজেলাঃ শ্রীপুর, জেলাঃ গাজীপুর।
ই-মেইল : gazipurhighschool@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস