সেবা কেন্দ্রঃ-
গাজীপুর জেলাধীন শ্রীপুর উপজেলা পশ্চিমে অবস্থিত ২নং গাজীপুর ইউনিয়র পরিষদ । ১৯৯৮ সালে জননেত্রী, ডিজিটাল বাংলাদেশের রুপকার, জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে তিনটি ইউপি ভবন বরাদ্দ দেন তন্মধ্যে ২নং গাজীপুর ইউনিয়ন পরিষদ ভবন একটি।মাননীয় প্রধান মন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠনের স্বপ্নকে বাস্তবে রুপ দেওয়ার জন্য গাজীপুর জেলার জেলা প্রসাশক জনাব, মোঃ কামাল উদ্দিন তালুকদার গাজীপুর ইউনিয়নকে সর্ব প্রথম ডিজিটাল ইউনিয়ন ঘোষনা করেন এবং ২৫-১০-২০১১ ইং তারিখে গাজীপুর ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র পরিদর্শন ও কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্রের শুভ উদ্ভোধন করেন। সকল শ্রেনীর মানুষের দোড়গোঢ়ায় বিভিন্ন সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে ২০২১ সালের মধ্যে জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সেবার দরজা খুলে ২নং গাজীপুর ইউনিয়ন পরিষদকমপ্লেক্স ভবনে সম্পূর্ণ নতুন আঙ্গিকে মনোরম পরিবেশে সম্পূর্ণকাঁচের দেয়ালে ৪ টি কক্ষ বিশিষ্ট কম্পিউটার সুজ্জিত ইউআইএসসি কেন্দ্র অবস্থিত।
সরকারি সেবাসমূহ :
বিভিন্ন সরকারি ফরম, পাবলিক পরীক্ষার ফলাফল, অনলাইনে বিশ্ববিদ্যালয়েভর্তি, ইংরেজী ও বাংলা অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন, জমির যে কোন -আর.এস,এস.এ,সি.এস পর্চা তোলা ও নাগরিক সনদপ্রভৃতি।
জীবন জীবিকা ভিত্তিক তথ্য:
কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, পর্যটন, অকৃষি উদ্যোগ প্রভৃতি। জীবনজীবিকা ভিত্তিক তথ্যভান্ডার ‘জাতীয় ই-তথ্যকোষ’ইমেল (www.infokosh.bangladesh.gov.bd) থেকে এ তথ্যসমূহ প্রদান করা হয়ে থাকে। অনলাইনের পাশাপাশি ইউআইএসসি সমূহে জাতীয় ই-তথ্যকোষের অফলাইন (সিডি/ডিভিডি) রয়েছে, যাতে করে ইন্টারনেট সংযোগ না থাকলেও যে কোন সেবা দেওয়া সম্ভব হয়।
বানিজ্যিক সেবা:
মোবাইলব্যাংকিং (ডাচ বাংলা ব্যাংক), কম্পিউটার প্রশিক্ষণ, ছবিতোলা, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল, চাকুরির তথ্য, কম্পোজ, ভিসা আবেদন ওট্র্যাকিং, দেশে-বিদেশে ভিডিওতে কনফারেন্সিং, ফোন কল করাপ্রভৃতি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস